![ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে টোকাই দলের হানা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে টোকাই দলের হানা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized-63-2502070521.jpg)
ছবিঃ সংগৃহীত
শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে টোকাই দলের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে শুরু হওয়া এ হামলা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নতুন মাত্রা পায়, যখন লুটপাট শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, টোকাই দল ও ভাঙারির ব্যবসায়ীরা ভবন থেকে ইট, লোহা ও মূল্যবান সামগ্রী খুলে নিয়ে যাচ্ছে। পোড়া গাড়ি পর্যন্ত ভ্যানে করে সরানো হচ্ছে।
মাইকিং করে ভবনটি ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে সবাইকে সরে যেতে বলা হলেও কেউ কর্ণপাত করছে না। বরং ঘটনাস্থলে খাবারের দোকান বসানো হয়েছে, দর্শনার্থীদের ভিড়ও বেড়েছে। এর মধ্যে পকেটমারি ও চুরির ঘটনাও ঘটছে।
সব মিলিয়ে ধানমণ্ডি ৩২-এ অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=io_WbkPwO2I&ab_channel=JamunaTV
জাফরান