ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

বাংলাদেশকে পুনর্গঠনের আহ্বান সারজিস আলমের

প্রকাশিত: ১১:০৫, ৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:০৫, ৭ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশকে পুনর্গঠনের আহ্বান সারজিস আলমের

ছবি: সংগৃহীত।

বাংলাদেশকে পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ৭ই ফেব্রুয়ারি শুক্রবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তার স্ট্যাটাসে অনেকেই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে ঘটে যাওয়া ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে বিভিন্ন মতামত প্রকাশিত করেছে। অনেকেই এই ঘটনাকে সমালোচনা করেছেন।

এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় ফেসবুক স্ট্যাটাস দিতে দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মাহিন সরকার ও নুসরাত তাবাচ্ছুমকে।

হাসনাত তার স্ট্যাটাসে লিখেছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ। “ধুলায় মেশাও তারাতরি ৩২ এর দালানবাড়ি” এমিই লেখা এক ছবি পোস্ট দিয়ে মাহিন সরকার লিখেন, সারা বাংলাদেশ থেকে ওদের নামনিশানা মুছে ফেলা হোক। নুসরাত লিখেছেন, ৯টা বলে ৮টায় শুরু করার ধিক্কার জানাই! হায়রে মানোস (মানুষ)! ছিহ সমোন্নোয়ক (সমন্বয়ক) ছিহ!

এই ঘটনাগুলোর পরেই, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে, বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচি ঘোষণা করে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, বুধবার রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করে এবং স্লোগান দিতে দিতে ভাঙচুর শুরু করে। এসময় শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়।

এর পর থেকে সারা দেশে বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সম্পর্কিত যেসব স্থাপনা ও ম্যুরাল রয়েছে, সেগুলোর ওপর বিক্ষোভকারীরা আক্রমণ করে এবং ভাঙচুর চালায়।

এ পরিস্থিতিতে সারজিস আলম স্ট্যাটাসে বলেন, "চলুন, বাংলাদেশকে পুনর্গঠন করি"। তিনি দেশের ভবিষ্যত পুনর্গঠন ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

নুসরাত

×