ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

জাতীয় নাগরিক কমিটির আহ্বান

সাবেক সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের যুক্ত হওয়ার আমন্ত্রণ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১০:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের যুক্ত হওয়ার আমন্ত্রণ

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার ও সদস্যদের সংগঠনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।

কমিটির পোস্টে বলা হয়েছে, যেসব রিটায়ার্ড অফিসার বা এক্স-মিলিটারি সদস্য নাগরিক কমিটিতে যুক্ত হতে চান, তারা যোগাযোগ করতে পারেন মেজর মাহমুদ (অব.) এর সঙ্গে।

এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সংশ্লিষ্ট মহলে এই আহ্বান নতুন আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে প্রাক্তন সামরিক সদস্যদের সামাজিক ও নাগরিক কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ হিসেবে দেখছেন।

এই বিষয়ে আরও তথ্য পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে।

জাফরান

×