ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ধানমন্ডি ৩২ ভাঙচুরের প্রতিবাদে গোপালগঞ্জে মশাল মিছিল

প্রকাশিত: ১০:১২, ৭ ফেব্রুয়ারি ২০২৫

ধানমন্ডি ৩২ ভাঙচুরের প্রতিবাদে গোপালগঞ্জে মশাল মিছিল

ছবি সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জে মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বলাকইড় এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নির্দেশে এই কর্মসূচি হয়। নেতৃত্ব দেন করপাড়া ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি অন্তর মোল্লা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে ২০ থেকে ২৫ জনের একটি দল অংশ নেয়। এর মধ্যে ১০ থেকে ১২ জন ছিল শিশু।

মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে তাদের কণ্ঠে শোনা যায় "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে", "জামাতিদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও", "সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও" ইত্যাদি।

আশিক

×