ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

টঙ্গী ইজতেমা মাঠ প্রশাসনের কাছে হস্তান্তর 

নূরুল ইসলাম, টঙ্গী

প্রকাশিত: ০৮:১৯, ৭ ফেব্রুয়ারি ২০২৫

টঙ্গী ইজতেমা মাঠ প্রশাসনের কাছে হস্তান্তর 

ছবিঃ টঙ্গী ইজতেমা মাঠ গাজীপুর প্রশাসনের কাছে শান্তিপূর্ণ হস্তান্তর 

বৃহস্পতিবার রাতে তাবলীগ জামাতের শুরায়ে নেজাম টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান গাজীপুর জেলা প্রশাসনের কাছে শান্তিপূর্ণ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। এসময় জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক ওয়াহিদ হোসেন।

তাবলীগ জামাতের বিবদমান দুই গ্রুপের এক গ্রুপ শুরায়ে নেজাম তথা জোবায়ের পন্থীরা দুই দাপে একটানা ৬ দিন ইজতেমা শেষে একদিন পর মাঠ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন।

জেলা প্রশাসনের জিম্মায় থাকা মাঠটি শুক্রবার পর্যন্ত তাদের হেফাজতে থাকবে। একদিন পর শনিবার মাঠের প্রস্তুতি ও ইজতেমা আয়োজনের জন্য সাদ পন্থীদের কাছে মাঠটি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করবেন। আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সাদপন্হীদের ইজতেমা শুরু হবে।

গাজীপুর জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ পরিচালক ওয়াহিদ হোসেন অনুষ্ঠানে বলেন, বিশ্ব ইজতেমা মাঠ পরিচালনায় তিন সদস্যের কমিটির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমরা ময়দান বুঝে নিয়েছি। যথাযত নিয়মে পরবর্তী পক্ষকে ময়দান হস্তান্তর করা হবে।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার হাফিজুল ইসলাম, প্রথম পর্ব ইজতেমা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মাহফুজ হান্নান, মেজবাহ উদ্দিন, আবু মামুন হাশেমী, আলমগীর হোসেন, রেজাউল করিম, শুরায়ে নেজামের অন্যতম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান প্রমুখ।

শুরায়ী নেজামের আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মাহফুজ হান্নান অনুষ্ঠানে বলেন, অন্তবর্তীকালীন সরকারের সার্বিক সহযোগিতায় শুরায়ী নেজামের তত্বাবধানে ৬ দিনব্যাপী ইজতেমা সফলভাবে সম্পন্ন  করতে পেরেছি। সরকার যে তিন শর্তে আমাদের ইজতেমা করার অনুমতি দিয়েছিলেন, আমরা তা পুরন করে ইজতেমা করেছি। আমরা আশা করবো সরকারি সিদ্ধান্ত মেনে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে জেলা প্রশাসন।

উল্লেখ, করা যেতে পারে তাবলীগ জামাতের বিবদমান দুই গ্রুপ শুরায়ে নেজাম সাদপন্হীদের ইজতেমা মাঠে জোড় ইজতেমা করতে না দেওয়ার ঘোষণায় গত ১৮ ডিসেম্বর ভোররাতে ইজতেমা মাঠে হামলা সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহতের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে শুরায়ে নেজাম টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্হীদের ইজতেমা করতে না দেওয়ার ঘোষণা দিলে সাদপন্হীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানে অচলাবস্থা দেখা দেয়।

আশিক

সম্পর্কিত বিষয়:

×