![ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকে](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৮-2502062228.jpg)
ছবি : সংগৃহীত
জিজ্ঞাসাবাদের জন্য ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আটক হন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মো. মহিউদ্দিন