![বি-টিম হয়ে খেলছে ফরহাদ মজহার কি মন্তব্য করলেন সায়ের! বি-টিম হয়ে খেলছে ফরহাদ মজহার কি মন্তব্য করলেন সায়ের!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/52-2502062019.jpg)
বিশিষ্ট প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের আজ বাংলাদেশ সময় আনুমানিক রাত ২ টায় তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন।যেখানে সায়ের ফরহাদ মজহারকে নিয়ে করেন বিস্ফোরক মন্তব্য।
পোস্টে সায়ের ফরহাদ মজহারের একটি পোস্ট শেয়ার দিয়ে উল্লেখ করেন,ওরে দেহতত্ত্ববাদি খাটাশ, কাদের বি-টিম হয়ে খেলছো সেসব কিন্তু জানি। এখনো কিন্তু মুখটা বন্ধ রেখেছি। যদি খুলে দেই তাহলে যে কি হবে তোমার।
ক্লিনিক আর গুমের ড্রামার কথা উল্লেখ করে তিনি আরো বলেন,যশোর রোড, খুলনার সেই ক্লিনিক আর গুমের ড্রামাটা মনে আছে তো? জেনারেল বালবাল আর শুভ্র তুষার নিয়ে যে খোয়াব তুমি দেখছো তা পূর্ণ হবার নয়। দ্বিতীয় বিপ্লব বলেও কিছু হবেনা। তোমার এন্ড কোং এর সব জারিজুরি যদি ফাঁস হয়ে যায় বুড়ো খাটাশ, তাহলে এ বয়সে দৌঁড়াতে পারবে তো?
ফুয়াদ