ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

বিবৃতি দিল অন্তবর্তী সরকার

প্রকাশিত: ০২:০৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫

বিবৃতি দিল অন্তবর্তী সরকার

আজ বাংলাদেশ সময় রাত একটায় অন্তবর্তী সরকারের একটি বিবৃতি দেওয়ার কথা উল্লেখ করা হয়,চীফ এ্যাডভাইজার গভ ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে।

ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে উল্লেখ করা হয়,ঢাকা, ফেব্রুয়ারি ৭, ২০২৫: অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়,অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।

 

ফুয়াদ

×