ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

ধানমণ্ডি ৩২ ঘটনার গাণিতিক সমীকরণ

প্রকাশিত: ০০:১১, ৭ ফেব্রুয়ারি ২০২৫

ধানমণ্ডি ৩২ ঘটনার গাণিতিক সমীকরণ

ছবি: সংগৃহীত।

ঘোষণা দিয়ে গতকাল রাতে ভাঙ্গা হয় ধানমণ্ডি ৩২। এ ঘটনার পর থেকে চলছে নানা আলোচনা সমালোচনা। দাড় করানোর চেষ্টা চলছে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ। তেমনই একটি ব্যাখ্যা ঘুরছে নেট দুনিয়ায়। এই ঘটনার গাণিতিক সমীকরণ হলো:  ৫+২+২৫=৩২।

অর্থাৎ, এখানে ৫ তারিখ ২ মাস ও ২৫ সালের যোগফল হলো ৩২.

‘২৪-এর বিপ্লবী ছাত্র জনতা’ ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার ঘোষণা দিঘেই তা ভেঙেছে। গতকাল রাত আটটার দিকে বিপুল সংখ্যক ছাত্র-জনতা ৩২ নম্বর বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর তাদের ক্ষোভ বাড়ির দেয়ালের ওপর আছড়ে পড়ে। শাবল, রড, হাতুড়ি যার হাতে যা ছিল তা দিয়েই বাড়ির দেয়াল ভাঙতে থাকে।  স্লোগান দিতে দিতে জনতার স্রোত ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করে।

উল্লেখ্য, এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি-৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিলের’ কর্মসূচির ডাক দেয়া হয়। পাশাপাশি ‘মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচিও ঘোষণা করা হয়। এ কর্মসূচিকে ঘিরে সরকার ধানমন্ডি ৩২ নম্বরে সেনা মোতায়েন করে। তবে ছাত্র-জনতার ক্ষোভের মুখে শেষ পর্যন্ত সেনাবাহিনী সেখান থেকে সরে যায়।

রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার ভাষণ প্রচার করা হয়। একে কেন্দ্র করে গতকাল মধ্যরাত পর্যন্ত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়া

সায়মা ইসলাম

×