ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বত্রিশ শেষ এরপর সংবিধান?

প্রকাশিত: ২২:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:০৪, ৬ ফেব্রুয়ারি ২০২৫

বত্রিশ শেষ এরপর সংবিধান?

ছবি: সংগৃহীত।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির একটা অংশ ক্রেন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বুধবার মধ্য রাতে। প্রথমে এই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, তারপর গভীর রাতে ক্রেন-বুলডোজ়ার-এক্সকাভেটর এনে শুরু হয় বাড়ি ভাঙার কাজ।

সকালেও খসে পড়ছে ৩২ নম্বর বাড়ির অবশিষ্ট অংশ। শেখ পরিবারের সব স্মৃতি ভাঙছে দানব সব যন্ত্র, বাইরে চলছে মানুষের উচ্ছ্বাস-স্লোগান।

এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার রাত ১০:৩০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বুদ্ধিজীবী ও লেখক ফরহাদ মজহার বলেছেন, বত্রিশ গুঁড়িয়ে দেওয়া তো হোল; এখন হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বাতিল এবং চুপ্পুকে অপসারণ করা হোক।

সায়মা ইসলাম

×