![ভয় পেয়েছো বাচ্চারা বলে নিজেই ভয় পেলেন শাওন! ভয় পেয়েছো বাচ্চারা বলে নিজেই ভয় পেলেন শাওন!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-4_20-49-3-2502061502.jpg)
ছবিঃ সংগৃহীত
বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় হুমায়ূন আহমেদের স্ত্রী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবার বাড়িতে ছাত্র জনতার আগুন দেওয়ার ঘটনা ঘটে। শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন, যেখানে তিনি লিখেন, “ভয় পেয়েছো বাচ্চারা?”
আর আজই তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে, সুতরাং এখন তিনিই বিপাকে আছেন বলে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতার উদ্দেশ্যে গতকাল এ পোস্ট করেন তিনি। এখন তিনি নিজেই গ্রেফতার।
এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শাওনের গ্রেফতারের ঘটনায় নিজেদের মতামত প্রকাশ করছেন এবং দাবি করছেন যে তার আওয়ামী লীগ সরকারের সাথে মদদের সূত্র ধরে তিনি দেশে আবার আওয়ামী লীগকে পুনরায় স্থাপনের জন্য এবং দেশে জনগনের মধ্যে অস্থিরতা সৃষ্টির জন্য কাজ করছিলেন এবং তিনি গত ১৫ জানুযারি আওয়ামী লীগের গোপন বৈঠকেও অংশ নিয়েছিলেন বলে তথ্য পাওয়া গিয়েছে।
মারিয়া