ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

একুশে পদক পাচ্ছেন অভ্র কিবোর্ডের উদ্ভাবক ডা. মেহেদী হাসান খান

প্রকাশিত: ১৯:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০২৫

একুশে পদক পাচ্ছেন অভ্র কিবোর্ডের উদ্ভাবক ডা. মেহেদী হাসান খান

ছবিঃ সংগৃহীত

ডা. মেহেদী হাসান খান, বাংলা ভাষার ডিজিটাল বিপ্লবের অগ্রসেনানি এবং অভ্র কিবোর্ডের উদ্ভাবক, এবার ২০২৫ সালে একুশে পদক পাচ্ছেন। তার এই উদ্ভাবন বাংলা লেখাকে সহজতর করেছে, যা বাংলা ভাষাভাষী মানুষদের জন্য এক বড় প্রযুক্তিগত সুবিধা। ডা. মেহেদী হাসান খানের জন্ম ঢাকায় এবং তিনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক, নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।

অভ্র কিবোর্ড তৈরির ধারণা মেহেদী হাসান খানের মনের মধ্যে ২০০৩ সালের বইমেলায় বায়োস নামক একটি প্রদর্শনী দেখে আসে। এরপর তিনি ইউনিকোড এবং এএনএসআই সমর্থিত বাংলা লেখার সফটওয়্যার তৈরি করার কাজে হাত দেন। প্রথমে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে একটি প্রোটোটাইপ তৈরি করেন, কিন্তু নানা সমস্যার মুখে পরে ক্ল্যাসিক ভিজ্যুয়াল বেসিকের ভিত্তিতে নতুন সংস্করণ তৈরি করেন। ২০০৩ সালের মার্চে প্রথমবারের মতো অভ্র কিবোর্ড উন্মুক্ত করা হয়।

অভ্র কিবোর্ডের ওপেন সোর্স প্রকৃতি এবং কাস্টম লেআউট সুবিধার কারণে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষও এটি ব্যবহার করতে শুরু করেন। ডা. মেহেদী হাসান খানের এই অসামান্য অবদানের জন্য তিনি ২০১১ সালে বেসিস পুরস্কার পান, এবং ২০২৫ সালে একুশে পদকে ভূষিত হচ্ছেন। তার দীর্ঘ পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তার জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে, এবং বলা হচ্ছে, “এটি অনেক আগেই প্রাপ্য ছিল।”

 

মারিয়া

×