ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

হাসিনাকে চুপ করাতে ভারতকে চিঠি, রাষ্ট্রদূতকেও তলব

প্রকাশিত: ১৯:৪০, ৬ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনাকে চুপ করাতে ভারতকে চিঠি, রাষ্ট্রদূতকেও তলব

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক মন্তব্যে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। ঢাকার ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়ি 'সুধা সদন'-এ আগুন ধরানোর ঘটনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের পর, বাংলাদেশ ভারতকে চিঠি পাঠিয়ে হাসিনাকে থামানোর অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, হাসিনা ভারতে বসে যে সমস্ত উস্কানিমূলক বক্তৃতা দিয়েছেন, তা দেশটির ছাত্র-জনতাকে উত্তেজিত করছে এবং অশান্তি সৃষ্টি করছে। তিনি আরও বলেন, "যদি হাসিনা এমন মন্তব্য করা বন্ধ করতেন, তবে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না। আমরা ভারতকে লিখিতভাবে এই বিষয়টি জানিয়েছি, তবে এখনও তার উত্তর পাইনি।"

এরপর বাংলাদেশের সরকার ভারতের উপরাষ্ট্রদূতকে তলব করেছে এবং এই বিষয়ে অনুরোধ জানিয়েছেন, যাতে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধ করা নিশ্চিত করা হয়।

গত বুধবার রাত থেকে শুরু হওয়া এই অশান্তি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। হাসিনার ভাষণের পরেই ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর এবং সুধা সদনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এদিকে, হাসিনা ৫ অগস্ট গণ আন্দোলনের চাপে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। বাংলাদেশের সরকার হাসিনাকে প্রত্যর্পণের জন্য দিল্লিতে চিঠি পাঠিয়েছে, কিন্তু ভারতের সরকার এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

তথ্যসূত্রঃhttps://www.anandabazar.com/world/sheikh-hasina-should-stay-quiet-bangladesh-writes-to-india-summoning-indian-high-commissioner-dgtl/cid/1579955

মারিয়া

×