ছবি: সংগৃহীত
শুল্ক বৃদ্ধির কারণে ভারতকে বাদ দিয়ে প্রথমবারের মতো পাকিস্তান থেকে চিটাগুড় আমদানি করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমটি ডলফিন-১৯’।
জানা গেছে, ২২ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে ৫ হাজার ৫০০ টন চিটাগুড় নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি। দীর্ঘ সমুদ্রপথ পেরিয়ে বৃহস্পতিবার এটি মোংলা বন্দরে পৌঁছায়। জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ মিটার এবং ড্রাফট ৭ মিটার।
বাণিজ্য সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারতীয় চিটাগুড়ের ওপর শুল্ক বৃদ্ধির ফলে বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয় বাংলাদেশ। পাকিস্তান থেকে চিটাগুড় আমদানি সেই কৌশলেরই অংশ।
আশিক