ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

ধানমন্ডি ৩২’র বাড়ি ভাঙচুর নিয়ে যা বলছে সাধারণ মানুষ

প্রকাশিত: ১৭:০৫, ৬ ফেব্রুয়ারি ২০২৫

ধানমন্ডি ৩২’র বাড়ি ভাঙচুর নিয়ে যা বলছে সাধারণ মানুষ

ছবি: সংগৃহীত

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুরের ঘটনা নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া মিশ্র। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনার পর গণমাধ্যমের সামনে তাদের মতামত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কেউ একে "শয়তানের রাজত্বের পতন" বলে উল্লেখ করেছেন, আবার কেউ মনে করছেন এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ।  

একজন প্রত্যক্ষদর্শী বলেন, "একটি শয়তানের রাজত্ব ভাঙা হচ্ছে। আমরা তা করতে পেরেছি, এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। ব্যক্তিগতভাবে আমি খুব খুশি ও আনন্দিত। বাংলাদেশে যেন আর কোনো স্বৈরশাসকের জন্ম না হয়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।"  

আরেকজন জানান, "আমি অনেক উৎসাহ নিয়ে এখানে এসেছি। আমরা জেনারেশনের (Gen_z) অংশ। ১৯৭১ সালের আগের বঙ্গবন্ধু ছিলেন আমাদের হৃদয়ের মানুষ। কিন্তু ১৯৭১-এর পরের বাস্তবতা কেমন ছিল, তা এই ভাঙচুরের মধ্য দিয়ে প্রতীকীভাবে ফুটে উঠেছে। ভবিষ্যতে যেই দলই ক্ষমতায় আসুক, তারা যেন এই দৃশ্য দেখে সতর্ক হয়।" 

আরেকজন স্থানীয় ব্যক্তি বলেন, "শেখ হাসিনার সরকার যে স্বৈরশাসন চালিয়েছে, তার বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হলো আজকের এই ধ্বংসযজ্ঞ। তিনি বিদেশে থেকেও বারবার উসকানি দিচ্ছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এই উসকানির কারণেই ধানমন্ডি ৩২-এর এই পরিস্থিতি হয়েছে। আশা করি, ভবিষ্যতে আর কোনো দল এমন স্বৈরাচারী নীতি অনুসরণ করার সাহস করবে না।"

সূত্র: https://www.youtube.com/watch?v=TPlYncihA0Q

আশিক

×