![ভাঙ্গার পরিবর্তে গড়ার প্রকল্পে মনোনিবেশ করার আহ্বান সমন্বয়ক মাহফুজ আলম ভাঙ্গার পরিবর্তে গড়ার প্রকল্পে মনোনিবেশ করার আহ্বান সমন্বয়ক মাহফুজ আলম](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-4_16-44-0-2502061046.jpg)
ছবিঃ সংগৃহীত
সমন্বয়ক মাহফুজ আলম তাঁর একটি পোস্টে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতের দিকে গড়ার প্রকল্প হাতে নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আমরা আঞ্চলিক এবং বৈশ্বিক আধিপত্যবাদ মোকাবেলা করছি। এ যুদ্ধ কেবল মূর্তি ভাঙার বা দালান ভাঙার নয়, বরং আমাদের শক্তির বিপরীতে একটি নতুন চিন্তা, শক্তি এবং হেজেমনি গড়ে তোলার প্রক্রিয়া।"
আলম আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক দল বা নেত্রী শেখ হাসিনা কেবল আঞ্চলিক আধিপত্যবাদের এক্সটেনশন, এবং এই আধিপত্যবাদ তার শক্তি তৈরি করছে বাস্তবধর্মী রাষ্ট্রকল্পনা, দক্ষ মানবসম্পদ এবং শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠান গড়ে তুলতে। তিনি বলেন, "আমাদের পাল্টা হেজেমনিও এ তিনটি বিষয়ের উপর নির্ভরশীল।"
এছাড়া, তিনি দাবি করেছেন যে, ভাঙ্গার প্রকল্পগুলি কোনো ভালো ভবিষ্যতের ইঙ্গিতবহ নয়, বরং গড়ার প্রকল্পগুলো শীঘ্রই শুরু ও বাস্তবায়ন করা উচিত। তিনি বলেন, "গড়ার প্রকল্পগুলো খুব দ্রুতই শুরু হবে। আপনারা গড়ার কাজে সক্রিয় হোন।"
তিনি আরও বলেন যে, সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের কাজ দ্রুত শুরু হবে এবং জুলাই গণহত্যার বিচারের কাজও চলমান রয়েছে। "এই মাসেই এসব কাজের গতি আরও বাড়ানো হবে," যোগ করেন তিনি।
মাহফুজ আলম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপকে শুধু ভাঙ্গার প্রক্রিয়া না, বরং বিকল্প গড়ার লড়াই হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "নতুন বন্দোবস্তে আমরা ভাঙ্গার চেয়ে গড়ার দিকে গুরুত্ব দিতে চাই।"
শেষে তিনি বলেন, "খুনী হাসিনার বক্তব্য প্রচার এবং এর প্রতিক্রিয়ায় রাজনৈতিক অস্থিরতার জন্য আঞ্চলিক আধিপত্যবাদ দায়ী থাকবে। আমাদের উচিত সৃজনশীল শক্তির বিকাশ ঘটানো এবং এই আধিপত্যবাদ মোকাবেলায় দূরদর্শী পদ্ধতি গ্রহণ করা।"
তিনি আরও বলেন, "এখনও আমাদের কাছে সুযোগ রয়েছে, এক দশকব্যাপী গণতান্ত্রিক এবং আধিপত্যবাদ-বিরোধী লড়াইয়ের জন্য আমাদের সৃজনশীল শক্তিকে কাজে লাগাতে হবে। ভবিষ্যতের দিকে তাকিয়ে, ইতিহাস আমাদের সুযোগ দিয়েছে এবং আমাদের এবার জিততেই হবে।"
তিনি তাঁর পোস্টের শেষাংশে আল্লাহর কাছে দূরদৃষ্টি এবং সাফল্যের জন্য প্রার্থনা করেন।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1GgUU3oTWg/
মারিয়া