![হাজার লাশ মাড়িয়েও যার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই, তার রাজনীতি করার অধিকার আছে কী? হাজার লাশ মাড়িয়েও যার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই, তার রাজনীতি করার অধিকার আছে কী?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-4_16-16-21-2502061025.jpg)
ছবিঃ সংগৃহীত
গতকাল সন্ধ্যায় শেখ হাসিনার গ্রুপ কলের কথাবার্তার পর আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের মন্তব্য করেছেন৷ তিনি বলেন, হাজারটা লাশ মাড়িয়েও যার মধ্যে এক বিন্দু পরিমাণ অনুশোচনা নাই, এমন একজন ব্যক্তির বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার আছে কিনা, সেটা নির্ণয় করতে হবে আপনাকেই"।
বাংলাদেশের সকল জনসাধারণের উদ্দেশ্যে তিনি এ প্রশ্ন ছুঁড়ে দেন। গত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে তা নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা না থাকায় এ কথাগুলো তুলে ধরেন তিনি। এছাড়া তিনি জনগণকে জানান শেখ হাসিনার রাজনীতি করার অধিকার আর আছে কিনা এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার এখন জনগনেরই।
সায়ের তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার শাসনামলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেন।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/14o2969FwW/
মারিয়া