ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

নতুন বাংলাদেশ গঠনে ঐক্য ও সংস্কৃতির পুনর্গঠনের আহ্বান জানালেন হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: ১৫:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৫:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০২৫

নতুন বাংলাদেশ গঠনে ঐক্য ও সংস্কৃতির পুনর্গঠনের আহ্বান জানালেন হাসনাত আব্দুল্লাহ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ছাত্র-জনতার একতাবদ্ধতার আহ্বান জানিয়ে, জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বাংলাদেশের নাগরিকদের ও ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে বর্তমান রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন বাংলাদেশ গড়ার গুরুত্ব সম্পর্কে কথা বলা হয়েছে। 

"বাংলাদেশের ছাত্র আন্দোলন একতাবদ্ধ রয়েছে, তবে পূর্ণ ঐক্যের ধারণা, একটি আদর্শিক ইউটোপিয়া, এখনো বাস্তবতা থেকে অনেক দূরে। তবে, যখন রাষ্ট্র গঠন এবং ন্যায়বিচারের প্রশ্ন আসে, তখন কোনো বিভাজন থাকা উচিত নয়," বলেছেন হাসনাত আব্দুল্লাহ তাঁর পোস্টে, যা একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে, আব্দুল্লাহ দেশবাসীর সামনে বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রামের বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, "এখন সময় এসেছে ইতিহাস এবং সংস্কৃতির পুনঃপাঠের, কারণ বর্তমান সংকট সহজে সমাধান করা যাবে না।"

তিনি আরও বলেন, "আমরা পুনর্গঠনের নতুন যুগে প্রবেশ করেছি। আওয়ামী লীগের সাংস্কৃতিক আধিপত্য ভেঙে একটি নতুন সাংস্কৃতিক কাঠামো গড়তে হবে, যা মানুষের প্রকৃত আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে।"

এছাড়া, আব্দুল্লাহ বর্তমান রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্য বজায় রাখার উপরও জোর দেন। "১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির স্পিরিট আমাদের মধ্যে এখনো জীবিত, এবং এটি আমাদের সংগ্রামের জন্য গাইডলাইন হয়ে থাকবে," তিনি বলেন। "আমাদের লড়াই শুধু পুরনো কাঠামো ভাঙার নয়, বরং এমন একটি ভিত্তি গড়ার যা ভবিষ্যত প্রজন্মের জন্য শক্তিশালী হবে।"

হাসনাত আব্দুল্লাহ প্রতিবেশী দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার গুরুত্বও উল্লেখ করেন, এবং সরকারের পাশাপাশি ছাত্র-জনতার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এই লক্ষ্য অর্জনের আহ্বান জানান।

"আমাদের বর্তমান রাজনৈতিক কাঠামো বিলোপ করতে হবে, এবং একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আসুন, আমরা একত্রিত হয়ে আমাদের ভবিষ্যৎ গঠনের বিষয়ে ভাবি," তিনি বলেন, দেশের উন্নতি ও সুবিচারের জন্য সকলকে কাজ করার আহ্বান জানিয়ে।

এই সাংস্কৃতিক ও রাজনৈতিক পুনর্গঠনের আহ্বান একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে, যেখানে দেশের নাগরিকরা অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক পরিবর্তনের জন্য তীব্র চাপ অনুভব করছেন। হাসনাত আব্দুল্লাহর এই বার্তা দেশের জন্য একটি ন্যায্য ও টেকসই ভবিষ্যতের আশা জাগাচ্ছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/19tRHJnurw/

মারিয়া

×