![ভারত হাসিনার পতনের পূর্বাভাস দিতে ব্যর্থ! ভারত হাসিনার পতনের পূর্বাভাস দিতে ব্যর্থ!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/1-22-2502060946.jpg)
ছবি: সংগৃহীত
ভারতীয় এস্টাবলিশমেন্ট শেখ হাসিনার পতনের পূর্বাভাস দিতে ব্যর্থ হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। কিন্তু ভারতের নীতিনির্ধারকরা এই পরিবর্তন অনুমান করতে পারেননি।
পররাষ্ট্র উপদেষ্টা আরো জানান, তবে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং তিনি নিজে বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক দিকগুলো নিয়ে কাজ করতে আগ্রহী।
তিনি বলেন, "আমরা ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি কার্যকর সম্পর্ক চাই। আশা করি, ভারতও সেই মনোভাব দেখাবে।" ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর ঢাকা সফরকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
তৌহিদ হোসেন দাবি করেন, সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ।কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় মিডিয়া অতিরঞ্জিত ও মিথ্যা অভিযোগ তুলে নেতিবাচক প্রচার চালাচ্ছে।এসময় তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে নিরপেক্ষভাবে প্রতিবেদন তৈরির আমন্ত্রণ জানান।
আশিক