ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

র‌্যাবের বিরুদ্ধে মামলার নির্দেশ

প্রকাশিত: ১৫:৩১, ৬ ফেব্রুয়ারি ২০২৫

র‌্যাবের বিরুদ্ধে মামলার নির্দেশ

ছবি: সংগৃহীত

১০ বছর আগে শাহনূর আলম নামে ব্রাহ্মণবাড়িয়ার এক ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার অভিযোগকে র‌্যাবের বিরুদ্ধে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার  বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন লিয়নের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার অভিযোগকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ সংশোধন করে জেলা ও দায়রা জজ আদালতের দেওয়া আদেশ বাতিল প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আদালত এ রায় দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার আশরাফ রহমান।

এর আগে ৩০ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার অভিযোগকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ সংশোধন করে জেলা ও দায়রা জজ আদালতের দেওয়া আদেশ বাতিল প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়।

আশিক

×