ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

কারা ধানমন্ডি ৩২ এর মালিক হতে পারেন জানালেন ইলিয়াস

প্রকাশিত: ১৫:৩১, ৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৫:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০২৫

কারা ধানমন্ডি ৩২ এর মালিক হতে পারেন জানালেন ইলিয়াস

দিল্লীতে বসে ছাত্র-জনতার উদ্দেশ্য শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে গত রাতে ঢাকা শহরে 'মার্চ টু ধানমন্ডি বত্রিশ' কর্মসূচি পালিত পালিত হয়। মিছিলটি (৫ ফেব্রুয়ারি)  রাত ৮ টায় শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ অভিমুখে যাত্রা করে ধানমন্ডি ৩২ এ বুলডোজার কর্মসূচি পালন করে।

এবার বিশিষ্ট প্রবাসী সাংবাদিক, অনলাইন অ্যাকটিভিস্ট সাংবাদিক ইলিয়াস হোসেন আজ (৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বাংলাদেশ সময় আনুমানিক সময় বিকাল ২টায় তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন।

পোস্টে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন,ধানমন্ডি ৩২ মুলত হিন্দুদের সম্পত্তি ছিলো। সেটা মুসলিমরা দখল করে। ধারণা করা হয় ওখানে ৩শ বছরের পুরনো একটি মন্দির ছিলো।

মন্দির বানানোর কথা উল্লেখ করে তিনি আরো বলেন,এখন সেখানে একটা মন্দির বানানো হোক। সনাতনী ভাইয়েরা আপনারা আপনাদের সম্পত্তি বুঝে নেন।

ফুয়াদ

×