বিশিষ্ট প্রবাসী সাংবাদিক, অনলাইন অ্যাকটিভিস্ট সাংবাদিক ইলিয়াস হোসেন আজ (৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৩ টায় তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন।
যেখানে সাংবাদিক ইলিয়াস তাঁর পোস্টে উল্লেখ করেন,একুশে টেলিভিশনকে যেকোনো একটা সিদ্ধান্ত নিতে হবে হয় আমি না হয় পান্না৷
ফ্যা'সিবা'দের পক্ষে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, এই আওয়ামিলীগার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দু'র্বলতার সুযোগ নিয়ে ফ্যা'সিবা'দের পক্ষে কাজ করে যাচ্ছে৷ আজকের পর পান্নাকে আর কোন একুশের রাতে দেখা গেলে পরবর্তী করনীয় চিন্তা করবো৷
ফুয়াদ