ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

হুদাই "ষোল কোটি মানুষের একটাই ডিসিশন" গান শুনায়ে কানের মাথা খাইলো

প্রকাশিত: ১২:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৫

হুদাই

ছবি : সংগৃহীত

ফেসবুকে ধুর হুদাই "ষোল কোটি মানুষের একটাই ডিসিশন" গান শুনায়ে কানের মাথা খাইলো এমন পোস্ট লিখে একপ্রকার ব্যঙ্গ করে মন্তব্য করলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। 

লংমার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি নিয়ে নানান প্রতিক্রিয়া দেখা গেছে গত একদিনে। কত ৫ এ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে ছাত্র জনতার জমায়েত শুরু হয়। 

বিক্ষোভের অংশ হিসেবে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চলে। 

এ নিয়ে মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। সাংবাদিক ওসাইন তার ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি পোস্ট দেন। যেখানে তিনি ব্যঙ্গ করে লেখেন, ধুর হুদাই "ষোল কোটি মানুষের একটাই ডিসিশন" গান শুনায়ে কানের মাথা খাইলো।  

এছাড়াও তার পোস্টে তিনি লিখেন, ৭৫ এ ধানমন্ডি ৩২ এ পুরো ফ্যামিলি জয় বাংলা করে দেয়ার পর কোন নেতাকর্মী আসলো না। এখনও ধানমন্ডি ৩২ এ কেউ এসে খোজ নিলো না। হাসু আপার সারা জীবন আপসোস করেই কেটে গেলো। 

পরের লাইনে তিনি লেখেন, ধুর হুদাই "ষোল কোটি মানুষের একটাই ডিসিশন" গান শুনায়ে কানের মাথা খাইলো

ইলিয়াস হোসেনের এমন পোস্টের পর অল্প সময়ের মধ্যে ব্যাপক হাস্যরসাত্মক অবস্থা দেখা যায় কমেন্ট বক্সে।

শিলা ইসলাম

×