ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে। এবার সরকারের উদ্যোগে, শেখ হাসিনার নামে থাকা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইনস্টিটিউশন এবং গবেষণা প্রতিষ্ঠানের নামও পরিবর্তন করা হবে। শুধু শেখ হাসিনার নামেই নয়, জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের নামও পরিবর্তন করা হবে। শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, সারাদেশে আওয়ামী লীগের নেতাদের নামে থাকা সব ধরনের স্কুল, কলেজ, মাদ্রাসার তালিকা প্রস্তুত করা হচ্ছে। জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত একটি কমিটি এই কাজ করছে। তারা অভিযুক্ত ব্যক্তিদের নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করবে এবং নাম পরিবর্তনের কারণসহ প্রস্তাবনা প্রেরণ করবে। পরবর্তীতে, নীতিমালার আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হবে।
এছাড়া, জানা গেছে, সারাদেশে গণহত্যার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর একটি তালিকা তৈরি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। উচ্চ শিক্ষা ও মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে তালিকা সংগ্রহের কাজ শুরু হয়েছে। বিভিন্ন দপ্তর ইতোমধ্যেই জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছে এবং কোথাও কোথাও ডিসিরাও কাজ শুরু করেছেন। সব কাজ শেষ করে মার্চ মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন ডিসিরা।
নুসরাত