ছবি : সংগৃহীত
পূর্বঘোষিত 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে ছাত্র-জনতার জমায়েত শুরু হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর হয়। ছাত্র জনতার বিক্ষোভ দেখা যায় সেখানে।
এরপর সকাল থেকে দেখা যায় গণভবন স্টাইলে লুট হচ্ছে শেখ মুজিবের বাড়িতে।
প্রথমে অনেককেই দেখা গেছিল বাড়ি থেকে ইট এবং অন্যান্য জিনিস নিয়ে যেতে। এরপর দড়ি দিয়ে টেনে বাড়ির পাশে নারিকেল গাছটিকে ফেলে দেওয়া হয়। হুমড়ি খেয়ে পড়ে জনতা।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং দেখা গেছে বাড়ির আশেপাশের জিনিসপত্র গুলো লুট করে নিচ্ছে জনতা।
শিলা ইসলাম