ছবি : সংগৃহীত
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং পিনাকী ভট্টাচার্য।
সম্প্রতি এক অনলাইন সাক্ষাৎকারে উপস্থিত হন পিনাকী ভট্টাচার্য। সেখানে একে অপরকে ঈদ মোবারক বলে সাক্ষাৎকার শুরু করেন তারা।
ইলিয়াস হোসাইন পিনাকি ভট্টাচার্যের কাছে জানতে চাইলেন, আমরা ফেসবুকে দেখলাম ধানমন্ডি ৩২ জাতির ইতিহাসের সাথে জড়িত। আপনি ইতিহাস নিয়ে গবেষণা করেন, বেশ কয়েকটি বই লিখেছেন। ৩২ নাম্বারের ইতি আসল ইতিহাসটা কি সেটা যদি বলতেন।
এই প্রশ্নের জবাবে পিনাকি ভট্টাচার্য বলেন, আমি সেই ইতিহাসে যেতে চাই না। কিন্তু বিপ্লব বিজয়ের একটা স্মারক থাকতে হয়। আমরা একটা স্মারক অর্জন করেছি শেখ মুজিবের মূর্তি ভেঙেছি।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদের যে আঁতর ঘর ধানমন্ডি ৩২ সেটা কেউ আমরা রাখবো না। ২৪ এর বিপ্লবে ধানমন্ডি ৩২ আমরা গুরিয়ে দিব। এটাই আমাদের লক্ষ্য।
শিলা ইসলাম