ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

খুলনায় ‘শেখ বাড়ি’ ভাঙচুর, পরে খুবিতে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

প্রকাশিত: ০৫:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৫:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০২৫

খুলনায় ‘শেখ বাড়ি’ ভাঙচুর, পরে খুবিতে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

ছবি : সংগৃহীত

খুলনা শহরের ক্ষমতার কেন্দ্র ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর ছাত্র-জনতা অগ্নিসংযোগ করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে বাড়ির ভেতরের অংশে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় রিকশা ও ভ্যানসহ বিভিন্ন বাহনে ওই বাড়ির ইট ও রড খুলে নিয়ে যাওয়ার দৃশ্যও সামনে আসে।

এর আগে, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে খুলনার ২৩ শেরেবাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার চাচাতো ভাইদের ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে ভাঙা হয়। প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়, পরে বাড়ির ভেতরের অংশও ভাঙা হয়। এই বাড়িতে আওয়ামী লীগের নেতৃস্থানীয় সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ জুয়েল, শেখ সোহেল ও শেখ রুবেল বসবাস করতেন।

ভাঙচুরের সময় উপস্থিত ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দেয়, যেমন- ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’। এই ঘটনার আগেও গত আগস্টে ‘শেখ বাড়ি’ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল।

এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে শিক্ষার্থীরা বুলডোজার দিয়ে ম্যুরালটি ভাঙার চেষ্টা করে।

শিক্ষার্থীরা স্লোগান দিয়ে বলেন, “এগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন, এগুলো থাকার অর্থ হলো ২৪-এর গণআন্দোলনকে কলুষিত করা। আমাদের ক্যাম্পাসে এসবের ঠাঁই নেই।” ম্যুরাল ভাঙার কাজ স্থগিত থাকলেও তা পুরোপুরি শেষ হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা মূল ফটকের দিকে যাওয়ার আগে কিছু বহিরাগতকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়। তারা একটি ভেকু (বুলডোজার) নিয়ে এসেছিল। তবে, শিক্ষার্থীদের বাধার মুখে তারা ক্যাম্পাস ছেড়ে চলে যায়।

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভেকু ব্যবহার করে কালজয়ী মুজিব ম্যুরালটি ভাঙার চেষ্টা চালায়। তবে, তা পুরোপুরি সম্ভব হয়নি। বর্তমানে ম্যুরাল ভাঙার কাজ স্থগিত আছে।

এ ঘটনাগুলো খুলনার রাজনৈতিক উত্তেজনা ও শিক্ষার্থীদের প্রতিবাদের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

এছাড়াও, খুলনা নগরীর দোলখোলা মোড়ে আওয়ামী লীগ নেতা দেলোয়ারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

মো. মহিউদ্দিন

×