ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

এই মুহূর্তে ধানমন্ডি ৩২ এর যে অবস্থা 

প্রকাশিত: ২৩:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫

এই মুহূর্তে ধানমন্ডি ৩২ এর যে অবস্থা 

ছবি: সংগৃহীত

লংমার্চ টু ধানমন্ডি ৩২ বুলডোজার মিছিল। মিছিলে অংশ নিয়েছে হাজার হাজার ছাত্র জনতা। ইতোমধ্যে ধানমন্ডি ৩২ বাড়িটির মূল ফটক,শেখ মুজিবের ভাস্কর্য,মুর‌্যাল, দরজা জানালাসহ অনেক কিছুই ভাঙ্গা শেষ।

কর্মসূচির নাম বুলডোজার মিছিল হলেও প্রথম দিকে ছাত্র জনতা নিজেরাই বিক্ষোভে ফেটে পড়ে। তারা নিজ হাতেই ভাঙতে শুরু করে ধানমন্ডি ৩২ এর বাড়িটি। 

শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ অভিমুখে ছাত্র জনতা জড়ো হয়ে রাত আটটায় ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে প্রবেশ করে এবং সেখানে ভাঙচুর চালায়। 

এরপর সেখানে প্রবেশ করায় বুলডোজার। হাতে ভাঙ্গা থামিয়ে বাড়িটি ভাঙ্গা শুরু করা হয় বুলডোজার দিয়ে। 
ক্ষুব্ধ ছাত্র জনতা এবং সাধারণ জনগণের দখলে রয়েছে বাড়িটি। 

প্রথমে অগ্নিসংযোগ এবং পরবর্তীতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ৩২ এর বাড়ি।

শিলা ইসলাম

×