ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট: সারজিস

প্রকাশিত: ২৩:২৭, ৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৩৫, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট: সারজিস

ছবি: সংগৃহীত

নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, "আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট।" তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এরই মধ্যে পূর্বঘোষিত 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে ছাত্র-জনতার বিশাল জমায়েত হয়। আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যান ঐতিহাসিক বাড়িটির দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির মূল ফটক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, মুর‌্যাল, দরজা-জানালাসহ বাড়িটির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেন ভবনটিতে। রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কোনো ফায়ার সার্ভিস বা প্রশাসনের তৎপরতা দেখা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে।

×