![বেরোবিতে বঙ্গবন্ধু হল ও ম্যুরালের নাম পরিবর্তন করলো শিক্ষার্থীরা বেরোবিতে বঙ্গবন্ধু হল ও ম্যুরালের নাম পরিবর্তন করলো শিক্ষার্থীরা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/15-2502051719.jpeg)
ছবিঃ জনকণ্ঠ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে স্থাপনার স্মৃতিফলক ও নাম মুছে দিয়েছে শিক্ষার্থীরা এবং হলের নাম পরিবর্তন করে নতুন নাম বিজয় ২৪ রাখলো বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ও বঙ্গবন্ধু ম্যুরাল' নাম মুছে দিয়ে 'মুক্ত মঞ্চ' নাম করেন শিক্ষার্থীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল নাম মুছে দিয়ে বিজয় ২৪ হল নামকরণ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত 'বঙ্গবন্ধু ম্যুরাল' নাম মুছে দিয়ে 'মুক্ত মঞ্চ' নাম করেন শিক্ষার্থীরা।
অপরদিকে, রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময় পযন্ত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম মুছে ফেলে শিক্ষার্থীরা। এবং মেয়েদের হলের নাম পরিবর্তনের ব্যাপারে মেয়েরা নিজেরাই সিদ্ধান্ত নিবে।
এ সময় শিক্ষার্থীরা বলেন,আমরা বেরোবিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও শেখ পরিবারের কোনো চিহ্ন রাখা হবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা আজকে দিল্লিতে বসে ভাষণ দিয়ে মানুষকে উস্কানি দিচ্ছে। তা কোন ভাবেই ছাত্র জনতা মেনে নেবে না। আমরা আগামী প্রজন্মের জন্য শেখ পরিবার ও শেখ হাসিনার কোন স্মৃতিচিহ্ন রাখব না।
জাফরান