ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

একটা একটা করে ইট খুলে নিচ্ছে ছাত্র-জনতা

প্রকাশিত: ২৩:১২, ৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫

একটা একটা করে ইট খুলে নিচ্ছে ছাত্র-জনতা

ছবি: জনকণ্ঠ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা। নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ঘোষণার পরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখানে জড়ো হয়।

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে ছাত্র-জনতার ঢল নামে। তারা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের আস্তানা ধ্বংস করো’ ইত্যাদি স্লোগান দিতে দিতে বঙ্গবন্ধু ভবনের গেট ভেঙে প্রবেশ করে।

ভেতরে ঢুকেই তারা ভাঙচুর শুরু করে। ভবনের জানালার কাচ, দরজা, আসবাবপত্র একের পর এক ভাঙচুর করা হয়। এরপর ধাপে ধাপে ভবনের ইট খুলতে শুরু করে ছাত্র-জনতা। বিক্ষোভকারীদের অনেকে হাতে হাতুড়ি নিয়ে ভবনের দেয়াল থেকে ইট খসিয়ে নিচ্ছিল, কেউ কেউ সেগুলো সংগ্রহ করছিল।

এক পর্যায়ে তারা ভবনে আগুন ধরিয়ে দেয়। চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়লে উল্লাসে ফেটে পড়ে ছাত্র-জনতা।

 

এর আগে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত এই বাড়িতেই থাকতেন শেখ মুজিবুর রহমান। পরে এটিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করা হয়। আওয়ামী লীগের প্রতিটি রাজনৈতিক কর্মসূচির শুরুতে এখানেই শ্রদ্ধা নিবেদন করা হতো। তবে আজ ছাত্র-জনতার প্রতিক্রিয়ায় ঐতিহাসিক এই ভবন ধ্বংসের মুখে পড়েছে।

 

তাবিব

×