![বুলডোজার দিয়ে ভাঙার পর ধানমন্ডি ৩২-এ নাচানাচি করছে ছাত্র-জনতা বুলডোজার দিয়ে ভাঙার পর ধানমন্ডি ৩২-এ নাচানাচি করছে ছাত্র-জনতা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/pabna-44-2502051653.jpg)
ছবি: সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ধানমন্ডি ৩২ নম্বর। ছাত্র-জনতা ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি ঘোষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়ার দাবি তোলে।
ঘোষণা অনুযায়ী রাত ৮টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকেই ছাত্র-জনতা সেখানে জড়ো হতে থাকে। একপর্যায়ে রাত ৮টার কিছু আগে তারা ৩২ নম্বর বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। প্রবেশমুখে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়, এবং পুরো ভবনটির অবকাঠামো ভেঙে ফেলা হয়। দ্বিতীয় তলার একাংশে আগুন ধরিয়ে দেওয়া হয়, যদিও গত ৫ আগস্ট একই স্থানে প্রথম দফায় অগ্নিসংযোগ করা হয়েছিল।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলছে, “যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল, সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে।”
ভাঙচুরের পরপরই ধানমন্ডি ৩২-এর সামনের রাস্তায় ছাত্র-জনতা ডিজে সাউন্ড সিস্টেম বসিয়ে নাচানাচি শুরু করে। স্পিকারে ‘মুন্নি বদনাম হুয়ি ডার্লিং তেরে লিয়ে’ বাজিয়ে তারা উল্লাস করতে থাকে।
এর আগে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। খবর পাওয়ার পরপরই উত্তেজিত জনতা বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আজকের কর্মসূচিতে ‘খুনি আসলে লাইভে, জনতা যাবে ৩২-এ’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন নানা স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।
তাবিব