পূর্বঘোষিত 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে ছাত্র-জনতার জমায়েত শুরু হয়।
ইতোমধ্যে ধানমন্ডি ৩২ বাড়িটির মূল ফটক,শেখ মুজিবের ভাস্কর্য,মুর্যাল, দরজা জানালাসহ অনেক কিছুই ভাঙ্গা শেষ।স্লোগানে স্লোগনে মুখর ধানমন্ডি ৩২। ভাঙচুর এর পাশাপাশি আগুন দেওয়া হয়েছে বাড়িটিতে।ইতোমধ্যে আনুমানিক রাত ৯ টা ১৫ এর দিকে বিক্ষোভকারীরা বাড়িটিতে আগুন দেন।এখনো আগুন নেভাতে কাউকে দেখা যায় নি।
ইতোমধ্যে বোলডোজার ছাড়াই বাড়িটি ভাঙচুরের কারণে নড়বড়ে হয়ে গিয়েছে।উপস্থিত সবাই বলছেন যেকোন মূহর্তে ভেঙ্গে পড়তে পারে বাড়িটি।
ফুয়াদ