ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

পিনাকি ভট্টাচার্যের ঘোষণা: ৫ই মে শহীদদের স্মৃতিতে মসজিদ নির্মাণ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২২:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০২৫

পিনাকি ভট্টাচার্যের ঘোষণা: ৫ই মে শহীদদের স্মৃতিতে মসজিদ নির্মাণ

ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও সামাজিক আন্দোলনকর্মী পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক স্ট্যাটাসে একটি নতুন প্রকল্পের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ৫ই মে ২০১৩ সালের শহীদদের স্মৃতিতে একটি মসজিদ নির্মাণ করা হবে।

পিনাকি ভট্টাচার্য তার পোস্টে লিখেছেন,
"বুলডোজার ঢুকছে ৩২ নম্বরের মাথায় আছে। নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন, যে যেইখানে আছেন, আসুন। কাজ শেষ হলে একটা বেড়া দিবেন। একটা সাইনবোর্ড লাগাবেন। ওইখানে ৫ই মে ২০১৩ র শহীদদের স্মৃতিতে একটা মসজিদ হবে। আলেমদের সাহায্য নিবেন কীভাবে মসজিদ নির্মাণ করা হবে।
ইনকিলাব জিন্দাবাদ!"

তার এই স্ট্যাটাসটি প্রকাশিত হওয়ার পর, মসজিদ নির্মাণের বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। পিনাকির ঘোষণা অনুযায়ী, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে একটি মসজিদ নির্মাণ করা হবে, যেখানে স্থানীয় আলেমদের সহযোগিতা নেওয়া হবে।

এদিকে, ৩২ নম্বরের মাথায় কাজ শুরু হওয়া এবং জনসাধারণের অংশগ্রহণের আহ্বান জনগণের মধ্যে একটি নতুন উদ্দীপনা তৈরি করেছে।

সূত্রঃ https://www.facebook.com/share/1HJkBUdCLR/

জাফরান

আরো পড়ুন  

×