![সেনাবাহিনী ধানমন্ডি ৩২ নম্বরের ভেতরে বুলডোজার ঢুকতে দিচ্ছে না, অভিযোগ ইলিয়াসের সেনাবাহিনী ধানমন্ডি ৩২ নম্বরের ভেতরে বুলডোজার ঢুকতে দিচ্ছে না, অভিযোগ ইলিয়াসের](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/405fce56-30d6-4eef-9fdb-ada53c499f63-2502051634.jpg)
ছবি: সংগৃহীত।
ঘোষিত 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ অভিমুখে ছাত্র-জনতা জড়ো হয়ে রাত ৮ টায় ধানমন্ডি-৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে প্রবেশ করে এবং সেখানে ভাঙচুর চালায়।
আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে এরই মধ্যে উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। এ বিষয়ে আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন আজ রাত ১০টায় তার ভেরিফাইড পেজে পোস্ট করেন, ‘সেনাবাহিনী ধানমন্ডি ৩২ নম্বরের ভেতরে বুলডোজার ঢুকতে দিচ্ছে না।’ তার পোস্টের পরেই এ বিষয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সন্ধ্যা থেকেই ধানমন্ডির আশেপাশে জড়ো হচ্ছিলেন হাজার হাজার ছাত্র জনতা। ইট,পাটকেল এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ধানমন্ডি ৩২ নাম্বার এই বাড়িটি। একই সাথে দেওয়া হয়েছে আগুন।
সায়মা ইসলাম