ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

বুলডোজার ছাড়াই সব ইট খুলে ফেলতেছে পোলাপান

প্রকাশিত: ২২:১৫, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বুলডোজার ছাড়াই সব ইট খুলে ফেলতেছে পোলাপান

ছবি: সংগৃহীত

ঘোষিত 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ অভিমুখে ছাত্র-জনতা জড়ো হয়ে রাত ৮ টায় ধানমন্ডি-৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে প্রবেশ করে এবং সেখানে ভাঙচুর চালায়। 

এই ঘটনাকে কেন্দ্র করে চলছে নানা প্রতিক্রিয়া। অনেকেই নিজের মতামত প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। 

এমনই এক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ডাক্তার মেহেদী হাসান। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে সেখানে ক্যাপশনে লিখেছেন বুলডোজার ছাড়াই সব ইট খুলে ফেলতেছে পোলাপান। 

এছাড়াও তার ক্যাপশনে তিনি লিখেছেন, অকুতোভয় পোলাপান। খালি হাতে দরজা, জানালা আর সামনের দেয়াল ভেঙে ফেলেছে। ঢাকাবাসী!  আজ ঘুমাবেন না। যারা বাসায় আছেন তারাও চলে আসেন। বুলডোজার ছাড়াই সব ইট খুলে ফেলতেছে পোলাপান। 

তার এমন পোস্টে মদ্যপের ঘরে নানান রকম কমেন্ট উঠে কিছুক্ষণের মধ্যেই।

শিলা ইসলাম

×