ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে খুলনার শেখ বাড়ি

প্রকাশিত: ২২:০৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে খুলনার শেখ বাড়ি

ছবি: সংগৃহীত

জনতার মিছিলে উত্তাল ধানমন্ডি ৩২ এর শেখ মুজিবুর রহমানের বাড়ি। এদিকে একই অবস্থা খুলনার শেখ বাড়ি। সেখানেও চলছে ভাঙচুর। শুধু তাই নয় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে খুলনার শেখ বাড়ি। 

খুলনায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে শেখ হেলালের বাড়ি। এইদিকে ঢাকায় চলছে 'লং মার্চ টু ধানমন্ডি ৩২ বুলডোজার মিছিল।' 

ঘোষিত 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ অভিমুখে ছাত্র-জনতা জড়ো হতে শুরু করে সন্ধ্যা থেকেই। রাত ৮টার কিছু আগে তারা ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে প্রবেশ করে এবং সেখানে ভাঙচুর চালায়। একই কর্মসূচির অংশ হিসেবে খুলনায় শেখ বাড়িতে চলছে ভাঙচুর।

কর্মসূচির একটি বিক্ষোভ মিছিলের অংশ ফেসবুকে “ধানমন্ডি-৩২ অভিমুখে 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' বুলডোজার মিছিল” ক্যাপশনে বিভিন্ন পেজে পোস্ট করা হয়। যেখানে দাবি করা হয়, হাজারো ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে পালিয়েছে হাসিনা। এই প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র-জনতা অংশ নিচ্ছে।

শিলা ইসলাম

আরো পড়ুন  

×