ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বাঁশ-লাঠি হাতেই চলছে মুজিবের বাড়ি ভাঙার কাজ

প্রকাশিত: ২১:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বাঁশ-লাঠি হাতেই চলছে মুজিবের বাড়ি ভাঙার কাজ

ছবি: সংগৃহীত।

রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশন নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যেখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর সেখানে ‘২৪-এর বিপ্লবী ছাত্র–জনতা’ বিক্ষোভ ও ভাঙচুর শুরু করেছে। ইতোমধ্যে, তারা বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রধান ফটক ভেঙে ফেলেছে।

স্থানীয়ভাবে পরিদর্শন করলে দেখা যায়, ৩২ নম্বর এলাকায় বিপুলসংখ্যক বিক্ষোভকারী মিছিল করে যাচ্ছেন এবং স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং আওয়ামী লীগবিরোধী নানা স্লোগান দিচ্ছেন। একদিকে, তারা গান বাজিয়ে উদযাপন করছে, অন্যদিকে কিছু মানুষ বাড়ির ভেতরে প্রবেশ করে বিভিন্ন অংশ ভাঙতে চেষ্টা করছে। তাদের হাতে বাঁশ ও লাঠি দেখা যাচ্ছে, এবং তারা সাধ্যমতো বাড়ির বিভিন্ন অংশ ভাঙছে।

বিক্ষুব্ধ ছাত্রজনতার মতে, ‘‘স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবেন। যে নেতা আমাদের ভাইদের গুলি করে দেশ ছাড়তে বাধ্য করেছে, সে কীভাবে এমন কর্মসূচি ঘোষণা করতে পারে?’’ তারা আরও জানায়, ‘‘আমরা এ দেশে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখতে চাই না।’’

এই পরিস্থিতি রাজনীতির নতুন দিক তুলে ধরছে এবং দেশবাসীর মধ্যে প্রশ্ন তুলছে, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে।

নুসরাত

×