পূর্বঘোষিত 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে ছাত্র-জনতার জমায়েত শুরু হয়।
ইতোমধ্যে ধানমন্ডি ৩২ বাড়িটির মূল ফটক,শেখ মুজিবের ভাস্কর্য,মুর্যাল, দরজা জানালাসহ অনেক কিছুই ভাঙ্গা শেষ।স্লোগানে স্লোগনে মুখর ধানমন্ডি ৩২।
এবার ভাঙচুর এর পাশাপাশি আগুন দেওয়া হয়েছে বাড়িটিতে।ইতোমধ্যে আনুমানিক রাত ৯ টা ১৫ এর দিকে বিক্ষোভকারীরা বাড়িটিতে আগুন দেন।এখনো আগুন নেভাতে কাউকে দেখা যায় নি।
কখনো স্লোগান দেওয়া হচ্ছে নারায়ে তাকবীর, আবার কখনো দিল্লি না ঢাকা ঢাকা,জেগেছেরে জেগেছে ছাত্রসমাজ জেগেছে বিভিন্ন স্লোগানে প্রকম্পিত ধানমন্ডি ৩২।বাড়ি ছাড়া ও মূল সড়কে অবস্থান নিয়েছেন হাজার হাজার ছাত্র জনতা।
ছাত্রসমাজ দাবি করেন, তারা আসলে এই বাড়িটি আর ধানমন্ডিতে দেখতেই চাচ্ছেন না।
ফুয়াদ