ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ভাঙা হলো ৩২ নম্বরের বঙ্গবন্ধু ম্যুরাল

প্রকাশিত: ২১:২৯, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ভাঙা হলো ৩২ নম্বরের বঙ্গবন্ধু ম্যুরাল

ছবি: সংগৃহীত

বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভেতরে থাকা ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাত ৮টার দিকে শিক্ষার্থীরা গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং বুলডোজার ছাড়াই হাতের শক্তিতেই ভাঙচুর চালান।

বিক্ষোভকারীদের দাবি, ‘আমরা বুলডোজারের অপেক্ষা করব না, নিজের হাতেই স্বৈরাচারের চিহ্ন মুছে ফেলব।’

সন্ধ্যার পর থেকেই শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ ধানমন্ডি ৩২ নম্বরে জমায়েত হতে থাকেন। বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং বাড়িটির ভেতরে প্রবেশ করে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে ফেলেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন, ‘যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল, সেই ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশে রাখতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনতে হবে।’

এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল অধিবেশনে অংশ নেওয়ার ঘোষণা দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

এছাড়া ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামের একটি ফেসবুক পেজ থেকে সন্ধ্যায় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীদের উপস্থিতি আরও বাড়তে থাকে।

×