ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

স্যার না বলায় ক্ষেপে গেলেন পুলিশের এসপি

প্রকাশিত: ২১:০৩, ৫ ফেব্রুয়ারি ২০২৫

স্যার না বলায় ক্ষেপে গেলেন পুলিশের এসপি

ছবি সংগৃহীত

সুনামগঞ্জে পুলিশ সুপার (এসপি) আ ফ ম আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জ হোসেন বখত চত্তরের গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নেতাকর্মীরা এ অভিযোগ করেন।

গণ অধিকার পরিষদের নেতাদের দায়ের করা মামলার বিষয়ে আলোচনা করতে বুধবার দুপুরে দলটির কয়েকজন নেতা এসপি কার্যালয়ে যান। সেখানে পুলিশ সুপারকে ‘স্যার’ বলে সম্বোধন না করায় তিনি ক্ষিপ্ত হন। এক পর্যায়ে তিনি গণ অধিকার পরিষদের নেতা এম এস মাসুম আহমদকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে পুলিশ সুপারকে বলতে শোনা যায়, "আমি আজ চাকরি ছাড়লে কাল ইলেকশন করতে পারবো।" তার এমন বক্তব্য ও আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আশিক

সম্পর্কিত বিষয়:

×