ছবি: সংগৃহীত।
সম্প্রতি ইন্টারনেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযুক্ত একটি ডাস্টবিনে কুকুরের প্রস্রাবরত ছবি ছড়িয়ে পড়েছে, যা বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। তবে, এই ছবি আসল নয়। বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) "রিউমর স্ক্যানার" এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রিউমর স্ক্যানার তাদের প্রতিবেদনে জানায়, অনুসন্ধানে তারা দেখতে পেয়েছে, এই ছবিটি মূলত ২০১৭ সালের ২৫ জানুয়ারি "Andrew Dandrew" নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘Why do dogs pee on car tires?’ শিরোনামের ভিডিওর থাম্বনেইলের সঙ্গে হুবহু মিল রয়েছে।
রিউমর স্ক্যানার জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে ওই কুকুরের প্রস্রাব করার ছবি যুক্ত করা হয়েছে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে। এটি সম্পূর্ণভাবে এডিট করা একটি ছবি, এবং প্রকৃত ঘটনা বা ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
এছাড়াও, ভারতীয় সংবাদমাধ্যম "News 18" এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর "Do you know: কেন গাড়ির টায়ার বা ল্যাম্প পোস্টে প্রস্রাব করে কুকুর? জানুন আসল কারণ" শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই কুকুরের প্রস্রাব করার ছবি পাওয়া যায়, যা এই বিতর্কিত ছবির সঙ্গে মেলে।
অর্থাৎ, এই ছবির মূল উৎস অজানা থাকলেও এটি স্পষ্ট যে, ২০১৭ সাল থেকেই ছবিটি ইন্টারনেটে রয়েছে। সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযুক্ত ডাস্টবিনে কুকুরের প্রস্রাব করার দৃশ্যটি একটি সম্পাদিত বা এডিটেড ছবি, যা একেবারেই মিথ্যা ও বিভ্রান্তিকর।
নুসরাত