![ধানমন্ডির ৩২ নাম্বারের ইতিহাস কি আজকে শেষ? ধানমন্ডির ৩২ নাম্বারের ইতিহাস কি আজকে শেষ?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/19-12-2502051436.jpg)
ছবি: সংগৃহীত
আজ রাতে ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা এই হামলা চালায়। এর আগে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে অংশগ্রহণের প্রতিবাদে ছাত্র-জনতা আজ রাত ৯টায় 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
লং মার্চের পাশাপাশি ডাক দেওয়া হয়েছে বুলডোজার মিছিলের। এখন প্রশ্ন হচ্ছে আজকের পর ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ির কোনো অস্তিত্ব থাকবে কিনা?
এই কর্মসূচি একটি বিক্ষোভ মিছিলের অংশ, যা ফেসবুকে বিভিন্ন পেজে পোস্টের মাধ্যমে ঘোষণা করা হয়। পোস্টে বলা হয়, “ধানমন্ডি-৩২ অভিমুখে 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' বুলডোজার মিছিল”, যেখানে দাবি করা হয়, হাজারো ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়েছিল শেখ হাসিনা। এই প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র-জনতা অংশ নিচ্ছে।
এটি একটি বিক্ষোভ কর্মসূচি, যা সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং তার বিরুদ্ধ কার্যক্রমের প্রতিবাদ হিসেবে পালন করা হচ্ছে।
মুহাম্মদ ওমর ফারুক