ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

এবার কাকে টার্গেট করলেন শাওন?

প্রকাশিত: ২০:১৯, ৫ ফেব্রুয়ারি ২০২৫

এবার কাকে টার্গেট করলেন শাওন?

ছবি: সংগৃহীত।

একসময় নিয়মিত অভিনয়ে দেখা যেতো মেহের আফরোজ শাওনকে। তবে, স্বামী হুমায়ূন আহমেদের মৃত্যুর পর থেকে তাকে আর অভিনয়ে দেখা যায়নি। তবে, অভিনয়ে না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় আছেন তিনি এবং প্রায়ই নিজের মতামত প্রকাশ করেন। এবার কাকে টার্গেট করে ফেসবুকে পোস্ট দিলেন শাওন?

আজ ৫ই ফেব্রুয়ারি রাতে, মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার করেন। স্ট্যাটাসটি ছিল: "বাচ্চারা… এত্ত ভয় পেয়েছো???"

উল্লেখ্য, রাজধানী ঢাকা শহরে ৫ ফেব্রুয়ারি রাতে "মার্চ টু ধানমন্ডি বত্রিশ" কর্মসূচি পালিত হতে যাচ্ছে, যেখানে প্রতিবাদ হিসেবে শেখ হাসিনার ভাষণের বিরুদ্ধে ছাত্র-জনতা রাস্তায় নেমে আসবে। মিছিলটি আজ রাত ৮টায় শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে এগোবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা এই মিছিলে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে একাত্মতা প্রকাশ করে বলেন, "আজ রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।"

পিপল একটিভিস্ট কেয়ালিশনের মুখপাত্র রাতুল মোহাম্মদও তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে 'মার্চ টু ধানমন্ডি ৩২' এ অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

এদিকে, শাওনের পোস্টের নিচে একজন মন্তব্য করেন,  “তার মতো খুনী, রং হেডেড মহিলাকে কে না ভয় পাবে?? ইনফ্যাক্ট পুরো আওয়ামী লীগকেই সবাই ভয় পায়....তাদের মতো খুনী দল কি আর আছে নাকি এই দেশে....”

শাওন এই কমেন্টে রিপ্লাই দেয়,  “পোড়াবাড়িকেও ভয়!
৩২ নম্বর গুড়িয়ে দিবেন?
তারপর??
আর কি কি গুড়াবেন???”

নুসরাত

×