ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

জামায়াতের ক্ষমতায় যাওয়ার লোভে দেশ আজ কালো অবস্থানে: ফজলুর রহমান

প্রকাশিত: ২০:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫

জামায়াতের ক্ষমতায় যাওয়ার লোভে দেশ আজ কালো অবস্থানে: ফজলুর রহমান

ছবি: সংগৃহীত

জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার লোভ দেখাচ্ছে এমন মন্তব্য করেন বাংলাদেশের আইনজীবী ফজলুর রহমান।

সম্প্রতি তিনি বলেন, সচিবালয় থেকে ১০০ গজ দূরে থেকে আমি চ্যালেঞ্জ করলাম জামাতের ক্ষমতায় যাওয়ার লোভে দেশ আজ কালো অবস্থানে। তাদের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়ার লোভে দেশের আজকে এই খারাপ অবস্থা। 

এছাড়াও তিনি বলেন, উনাদের ছেলেরা ঐখানে বসে আছে ওই সচিবালয়ের রুমে। কিন্তু এইটা দেখা যায় না। বাতাস যেমন দেখা যায় না এটাও সেইরকম। 

এছাড়াও তিনি বলেন, রুহুল কবির রিজভী গত তিনদিন ধরে বলছেন শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা ডিপার্টমেন্ট জামাত ইসলামের তাদের  দখলে নিয়ে গেছে।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=4FSkWGYd6ZY

শিলা ইসলাম

×