ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

এখনকার ছেলে মেয়েরা এইম ইন লাইফে লেখে সমন্বয়ক হব: ফজলুর রহমান

প্রকাশিত: ১৯:৫২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

এখনকার ছেলে মেয়েরা এইম ইন লাইফে লেখে সমন্বয়ক হব: ফজলুর রহমান

ছবি: সংগৃহীত

সমন্বয়কদের নিয়ে এবার মন্তব্য করে বসলেন আইনজীবী ফজলুর রহমান। তিনি বলেন সমন্বক হলে অনেক লাভ। 

সম্প্রতি গণমাধ্যমের সামনে জামাত ইসলামী ও সমন্বয়কদের নিয়ে মন্তব্য করলেন তিনি। 

সেখানে তিনি বললেন, আমরা আগে এইম ইন লাইফ প্যারাগ্রাফ এ লিখতাম ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিন্তু এখনকার ছেলে মেয়েরা এইম ইন লাইফে লেখে সমন্বয়ক হব। কারণ তারা জানে সমন্বয় হলে অনেক লাভ। 

এছাড়াও তিনি বলেন, ইউনুস সাহেবের সামনে গিয়ে পায়ের উপর পা তুলে বলেন এই যে এইটা করেন। আবার ডিসি সাহেবকে ধমক দেওয়া যায়।
সূত্রঃ https://www.youtube.com/watch?v=4FSkWGYd6ZY

শিলা ইসলাম

×