![সীমান্তে ফের বাংলাদেশির ওপর বিএসএফের গুলি সীমান্তে ফের বাংলাদেশির ওপর বিএসএফের গুলি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-5-2502051251.jpg)
ছবি: সংগৃহীত
ভারত-বাংলাদেশ সীমান্তে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার মল্লিকপুর বিওপি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশি গরু পাচারকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক বিএসএফ জওয়ান ও এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।
বিএসএফ সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে পাঁচজন সশস্ত্র বাংলাদেশি সীমান্তে প্রবেশ করে। পাচারের সময় বিএসএফ জওয়ান ওরফেজ কুমার (২৭) তাদের বাধা দেন। তখন পাচারকারীরা তার ওপর হামলা চালায় এবং রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে গুলি ছোড়েন। এতে বাংলাদেশি নাগরিক মুহাম্মদ আলাউদ্দিন (৩২) গুলিবিদ্ধ হন। পাল্টা আঘাতে বিএসএফ জওয়ানও গুরুতর আহত হন। দুজনকেই গঙ্গারামপুর সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এখনও পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি। তবে স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আশিক