ছবি: সংগৃহীত
জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পদবি পরিবর্তনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। নতুন প্রস্তাব অনুযায়ী, জেলা প্রশাসকের (ডিসি) পদবি হবে "জেলা কমিশনার" এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদবি হবে "উপজেলা কমিশনার"।
এছাড়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদটি পরিবর্তন করে "অতিরিক্ত জেলা কমিশনার (ভূমি ব্যবস্থাপনা)"করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আজ বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটির নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, জেলা কমিশনারকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নালিশি (সিআর) মামলার অভিযোগ গ্রহণের ক্ষমতা দেওয়া যেতে পারে।তিনি চাইলে তদন্তের জন্য উপজেলার কোনো কর্মকর্তাকে দায়িত্ব দিতে পারবেন বা সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সালিশের ব্যবস্থা করতে পারবেন।
প্রাথমিক তদন্তে অভিযোগ গ্রহণযোগ্য হলে, জেলা কমিশনার থানাকে মামলা নিতে নির্দেশ দিতে পারবেন। পরে মামলাটি যথাযথভাবে আদালতে পাঠানো হবে। এতে সাধারণ মানুষ সহজে মামলা করার সুযোগ পাবেন এবং আদালতের মামলার চাপ কমবে।
তবে এ ধরনের ব্যবস্থায় একবার সালিশ বা তদন্তের মাধ্যমে নিষ্পত্তি হলে, অভিযোগকারী পুনরায় আদালতে যেতে পারবেন না। ডিসিদের মামলা গ্রহণের ক্ষমতা দেওয়া হবে কিনা, সে বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্কার কমিশন।
আশিক