ছবিঃ সংগৃহীত
দেশ থেকে বড় ফ্যাসিস্টরা চলে গেলেও এখনো ছোট ছোট ফ্যাসিস্টরা সক্রিয় রয়েছে, এমন মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও নেতা জয়নুল আবেদীন। তিনি বলেন, “এতসব মিথ্যা মামলা এবং ঢালাওভাবে মামলার ফাঁদ পেতে রাখা হয়েছে, যা বর্তমান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে, সমাধান কী, তা কেউ দেখছে না।”
এসময়, এ্যাংকর এক প্রশ্নে জানান যে, “জয়নুল আবেদীন, আপনার ফিসের থেকেও বেশি টাকা দাবি করা হচ্ছে। তাহলে সমাধান কোথায়?”
এটার জবাবে জয়নুল আবেদীন বলেন, “আমার তো সক্ষমতা নেই এত টাকা দিয়ে মামলা প্রত্যাহার করার মতো। তবে, আমি মনে করি, বর্তমান সরকারের পক্ষ থেকে এই সমস্যা সমাধানে কার্যকরী উদ্যোগ নেওয়া উচিত।”
তিনি আরও বলেন, “আমরা শুধু সমস্যা তুলে ধরছি, কিন্তু সমাধানের পথ কেউ দেখছে না। একজন ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রী হয়েছেন, তার ভাই আওয়ামী লীগের সদস্য ছিলেন। আমাদের এখানে যেসব পুরনো মামলাগুলো রয়েছে, সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। যদি বর্তমান সরকার বৈষম্যবিরোধী কার্যক্রম চালিয়ে আমাদের রক্ষা করতে পারতেন, তবে এমন মামলার সংখ্যা অনেক কম হতে পারতো।”
তিনি সরকারের প্রতি আস্থা জাহির করে আরও বলেন, “যত ফি নেওয়া হয়, তার চার ভাগের এক ভাগ আমি পাই কিনা, সেটাও বড় বিষয় নয়, বরং বড় প্রশ্ন হচ্ছে, সরকার কীভাবে এই সমস্যা সমাধান করবে।”
মারিয়া