স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানালেন, উপদেষ্টা হওয়ার পর হঠাৎ করেই তাঁর আত্মীয়-স্বজনের সংখ্যা বেড়ে গেছে।
তিনি জানান, অনেকেই আত্মীয়তার দাবি করছেন, যাদের তিনি কখনো দেখেননি। এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন,“আনেক আছে যাদের হয়তো কোনোদিন দেখিনি,তারাও বলে আপনার সাথে একসাথে পড়েছি।এই জন্য কিন্তু আমাদেরও কিন্তু অনেক কেয়ারফুল থাকতে হয়।”
সাংবাদিকদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, "আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর যদি কোনো অযোগ্য ব্যক্তি পদোন্নতি পেয়ে থাকেন, তাহলে তার একটি উদাহরণ দিন।" তিনি জোর দিয়ে বলেন, প্রশাসনে স্বচ্ছতা বজায় রাখার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
দুর্নীতির বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, "আমি যদি কোনো দুর্নীতি করি, তাহলে আপনারা লিখে দিন – ‘স্যার, আপনি দুর্নীতি করছেন।’ আমার তো কোনও আফসোস নেই। আপনার সত্যি কথা লিখবেন এই তো চাই।"
সাংবাদিকদের নিরপেক্ষতার প্রশংসা করে তিনি বলেন, "আপনারা আমাদের সবসময় সঠিক সংবাদ দিয়ে যাচ্ছেন। আপনাদের সংবাদের ওপর ভিত্তি করে আমরা কাজ করে যাচ্ছি।"
স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য প্রশাসনিক স্বচ্ছতার প্রতি তাঁর দায়বদ্ধতার ইঙ্গিত দেয়, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এক বার্তা বহন করে।
সূত্র:https://tinyurl.com/yvfr2uk7
আফরোজা